গত বছরের অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ১৯ নভেম্বর অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। বিশ্বকাপ উপলক্ষ্যে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুইজের আয়োজন করেছিল আলোকিত বাংলাদেশ।
গতকাল রোববার তেজগাঁওয়ে আলোকিত বাংলাদেশের কার্যালয়ে কুইজের ড্র অনুষ্ঠিত হয়। কুইজের প্রথম ও দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরবর্তীতে উপযুক্ত সময়ে নির্বাচিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ ও সময় বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে তাদের জানিয়ে দেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। দুই পর্বের কুইজেই সমান ৯টি করে পুরস্কার নির্ধারিত রয়েছে। আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত স্পোর্টস ইনচার্জ (স্টাফ রিপোর্টার) এম জাফিউল ইসলামের তত্ত¡াবধানে ড্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোকিত বাংলাদেশের হেড অব মার্কেটিং মো. জিয়াউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশের সাব-এডিটর মাহমুদ সালেহীন খান, স্টাফ রিপোর্টার রাহাত হুসাইন, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন আবুল কালাম আজাদ, সার্কুলেশন বিভাগের প্রধান মো. হামিদুর রশিদ চঞ্চল, ডেস্ক ইনচার্জ আবু সালাম, সহকারী ম্যানেজার মো. হাসান আল বান্না, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন, অ্যাডিশনাল অপারেটিং ডিরেক্টর অগাস্টিন সুজন ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন। লটারির মাধ্যমে নির্বাচিত পুরস্কার বিজয়ীদের তালিকা :
১ম পর্ব : প্রথম পুরস্কার একটি ওয়ালটন রেফ্রিজারেটর। বিজয়ীর নাম : মো. আলী, পিতা : আরব আলী ঠিকানা : মাদারীপুর। দ্বিতীয় পুরস্কার একটি ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি। বিজয়ীর নাম : মুনতাহা, পিতা : সাদ্দাম ঠিকানা : ঝিনাইদহ, তৃতীয় পুরস্কার একটি ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বিজয়ীর নাম : মো. গোলাম মোস্তফা, পিতা : মো. আবুল কাসেম, ঠিকানা : মিরপুর, ঢাকা।
চতুর্থ পুরস্কার তিনটি ওয়ালটন রাইস কুকার। পুরস্কার জিতেছেন মারিয়া সুলতানা, পিতা : মনির আহম্মেদ। ঠিকানা : ল²ীপুর। আনিকা, পিতা : আজম। ঠিকানা : চুয়াডাঙ্গা। হাবিবুর, পিতা : হাফিজুর রহমান। ঠিকানা : নুরের চালা।
পঞ্চম পুরস্কার তিনটি ওয়ালটন বেøন্ডার। বিজয়ীর নাম : ইসমাইল, পিতা : মুসলিম। ঠিকানা : শিবচর, মাদারীপুর। সবুজ হাওলাদার পিতা : ইয়াসিন হাওলাদার। ঠিকানা : কামরাঙ্গীরচর, ঢাকা। প্রীতি, পিতা : কুতুব উদ্দীন। ঠিকানা : বাড্ডা, ঢাকা।
২য় পর্ব : প্রথম পুরস্কার একটি ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি। বিজয়ীর নাম : ইফতি, পিতা : নাজিম উদ্দিন। ঠিকানা : নোয়াহাট, বোয়ালখালী।দ্বিতীয় পুরস্কার একটি ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি। বিজয়ী মুসলিমা, পিতা নুর ইসলাম। ঠিকানা : যশোর। তৃতীয় পুরস্কার একটি ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বিজয়ী আরিয়ান, পিতা বাদশা। ঠিকানা : বনানী, ঢাকা। চতুর্থ পুরস্কার তিনটি ওয়ালটন গ্যাস স্টোভ। মাজেদা, পিতা : আব্দুর শুকুর। ঠিকানা : ফুলগাজী, ফেনী। শামীম আরা বেগম, পিতা : আব্দুল আজিজ। ঠিকানা : খিলগাঁও, তালতলা, ঢাকা। অরিন, পিতা : হামিদ। ঠিকানা : গোড়ান, ঢাকা।
পঞ্চম পুরস্কার তিনটি ওয়ালটন রাইস কুকার। বিজয়ী নাফি, পিতা : হামিদ। ঠিকানা : গোড়ান, ঢাকা। ইব্রাহিম শেখ, পিতা : শাহাজান। ঠিকানা : যাত্রাবাড়ী, ঢাকা। খোন্দকার একরাম আলী, পিতা : খোন্দকার এ. কে. এম আকরাম আলী। ঠিকানা : মধ্যপাইকপাড়া, মিরপুর, ঢাকা।